বঙ্গবন্ধু টানেল সড়কে মাইক্রো সিএনজি মুখোমুখি সংঘর্ষ

একই পরিবারের চার জনসহ আহত পাঁচ

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কে মাইক্রোবাসসিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালক ও যাত্রী একই পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টানেল সড়কের বৈরাগ চায়না শিল্পজোন চত্বরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মোহাম্মদ জামাল, রায়হান শরীফ, ইয়াসমিন আকতার, মোহাম্মদ রায়হান ও সিএনজি চালক খোরশেদ আলম। আহত সিএনজি যাত্রীরা বৈরাগ ইউনিয়নের খাঁন বাড়ির বাসিন্দা।

টানেলের নিরাপত্তা কাজে নিয়োজিত সুপার ভাইজার আসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চট্টমেট্রো (চ ৫১১৪৪১) সিরিয়ালের নোহা মাইক্রো গাড়িটি টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার বৈরাগ গোলচত্বর এলাকায় পেঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি টেক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে পাঠানো হয়। গাড়ি দুটি আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক ডা. শিল্পী দেবী বলেন, টানেল সড়কে দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসিতে রাইফা নাওয়াল জিনানের সাফল্য
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জোর প্রচারণা, সব পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস