বঙ্গবন্ধু চিরঞ্জীব, তাঁর চেতনা অবিনশ্বর

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমপি ছালাম

| সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম৮ চান্দগাঁওপাঁচলাইশবোয়ালখালী আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য, মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম শপথ গ্রহণের পর ধানমন্ডি ৩২ নাম্বার ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংসদ সদস্য আবদুচ ছালাম ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবারে যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করেন। পরে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সদস্য সদস্য আবদুচ ছালাম বলেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তাঁর চেতনা অবিনশ্বর। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ ইতোমধ্যেই বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সবার সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে শিক্ষক সমিতি ও প্রশাসনের পাল্টাপাটি কর্মসূচি
পরবর্তী নিবন্ধ২০২৩ সালে সড়কে ঝরেছে ৭,৯০২ প্রাণ