অসিত স্পোর্টস আয়োজিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ মাঠে সম্পন্ন হয়। টুর্নামেন্টে ইনার গাজী বাড়ি একাদশ চ্যাম্পিয়ন এবং সিটিসি গোল্ড দল রানার্স আপ হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মেসবাহ উদ্দিন তুহিন। বিশেষ অতিথি ছিলেন ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার আজম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশাহ আলম, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী প্রমুখ।