বঙ্গবন্ধু করোনা কুইক রেসপন্স টিমের সুরক্ষা সামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু করোনা কুইক রেসপন্স টিমের উদ্যোগে অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে গতকাল সিআরবি এলাকায় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহজাহান। উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, শাহাদাৎ হোসেন রনি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সৈয়দ রিয়াজুল করিম বিলাস, সেচ্ছাসেবকলীগ নেতা মো. সাইফুদ্দিন, মো. ইসমে আজিম আসিফ, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা জনি বিশ্বাস, নগর ছাত্রনেতা সুমন দাশ, মোস্তফা তামিম, মো. হায়দার আলী, জেকি ধর, সুদিপ শর্মা, মো. আরিফ, টুটুল দাশ, বিশ্বজিৎ, কৃষ্ণ দাশ, লোকমান হাকিম, সুজন দাশ ইভান, জীবন দাশ। এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য দেবাশীষ আচার্য্য।
কেবিএম শাহজাহান বলেন, করোনায় সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। দেবাশীষ আচার্য্য বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছি।

পূর্ববর্তী নিবন্ধআমানত খান দরগাহে মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধগহিরায় আগুনে পুড়ল বসতবাড়ি