বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে

বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসবের অনুষ্ঠানে এটিএম পেয়ারুল

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসবের অনুষ্ঠানে এটিএম পেয়ারুল

মুক্তিযুদ্ধের বিজয় ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসবের পুরস্কার বিতরণ ও ভাষা উৎসব কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এতে প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, নানা মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একদিনে আসেনি। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির বহু ত্যাগ ও সংগ্রামের ফসল। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। যারা বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস জানে না, তারা কখনও সফল মানুষ হতে পারবে না। দেশপ্রেমের অভাবে দেশে জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন, কেমন মানুষ ছিলেন; বঙ্গবন্ধুর কারণে কীভাবে আমরা স্বাধীন দেশ পেলাম এবং বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কীভাবে কাজ করছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে। নতুন প্রজন্ম সোনার মানুষ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা রাখছি। এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম চিশতী, অরুন চন্দ্র বনিক, প্রণব রাজ বড়ুয়া, সুজিত রাজ বড়ুয়া, সুজিত দাশ অপু, প্রদীপ কুমার নাথ, এড. পিজুষ কান্তি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সবুজ ভট্টাচার্য, ছবির আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরটিলায় দাওয়াতী ইসলামী জলসা
পরবর্তী নিবন্ধবাধ্য হয়ে পরিবার নিয়ে ২০ মিলিয়ন ডলারের বাড়ি ছাড়লেন প্রিয়াঙ্কা