চট্টগ্রাম জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্টের ৪টি খেলা গতকাল ২৫ জুন এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর পর্যায়ের খেলায় বালক বিভাগে কোতোয়ালী ৪-০ গোলে বন্দরকে এবং বালিকা বিভাগে কোতোয়ালী ৮-০ গোলে বন্দরকে পরাজিত করে। বালিকা বিভাগের অন্য খেলায় ডবলমুরিং ৭-০ গোলে পাঁচলাইশকে পরাজিত করে।
বিকেলে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের খেলায় বালক বিভাগে সন্দ্বীপ ২-০ গোলে মিরশ্বরাইকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল পেনাল্টি গোলে এগিয়েছিল। পেনাল্টিতে গোল করেন মো. ফাহাদ। দ্বিতীয়ার্ধে সন্দ্বীপের পক্ষে গোল করেন মো. নজরুল হোসেন।
উপজেলা পর্যায়ে বালকদের খেলা অনুষ্ঠিত হলেও বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়নি। এতে অংশ নেয়ার কথা ছিল সন্দ্বীপ ও মীরসরাই দলের। তারা কেউ মাঠে উপস্থিত হয়নি।