বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট সম্পন্ন

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন মিশর, ইরান, কুয়েত, মালয়েশিয়া, শ্রীলংকা ও বাংলাদেশের পেশাদার স্কোয়াশ খেলোয়াড়গণ। ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী এ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ১৬ জন পুরুষ খেলোয়াড়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার রাভিন্দু লাক্সি মিশরের জিয়াদ ইব্রাহিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল কামরুল ইসলাম, এসপিপি (অবঃ), গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম (হেলাল) ও এরশাদ হোসেন সহ ফেডারেশন এবং গুলশান ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ, আমন্ত্রীত অতিথিবৃন্দ এবং প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়বৃন্দ। এছাড়া প্রতিযোগিতার উন্মুক্ত মহিলা গ্রুপে বাংলাদেশের শাহিন কলেজের রিয়াজুল জান্নাত ও নির্ঝর ক্যান্টঃ পাবলিক স্কুলের নাবিলা তাসনিম চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের অনূর্ধ্ব-১৭ গ্রুপে বিকেএসপির আমিনুল ও সাইমন, ছেলেদের অনূর্ধ্ব-১৫ গ্রুপে বিকেএসপির পারভেজ ও গুলশান ক্লাবের ঊমায়ের জালাল, মেয়েদের অনূর্ধ্ব-১৭ গ্রুপে খাগড়াছড়ি ক্যান্টঃ পাবলিক স্কুলের রাফিয়া ও মিশু এবং মেয়েদের অনূর্ধ্ব-১৫ গ্রুপে ভাষানটেক স্কুলের চাদনী সরকার ও গুলশান ক্লাবের সুহায়লা প্রিয়তা শহিদ যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। তাছাড়া ক্লাব/প্রতিষ্ঠান ভিত্তিক ছেলেদের গ্রুপে বিকেএসপি, মেয়েদের খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ স্কোয়াশ ক্লাব এবং সার্বিক ভাবে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের ফুটবল কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধসিলেটের রানের নিচে চাপা পড়ছে চট্টগ্রাম