বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা। আজ তারা সেমিফাইনালে খুলনার মোকাবেলা করবে। যশোর জেলা স্টেডিয়ামে গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম ৬৮-২০ পয়েন্টে গাজীপুর জেলাকে পরাজিত করে এ যোগ্যতা অর্জন করে। চট্টগ্রামের পক্ষে রাদিয়া সর্বোচ্চ ২৫ পয়েন্ট লাভ করেন। এর আগে সকালে চট্টগ্রাম ঢাকা জেলার কাছে পরাজিত হয়।
আগের দিন নিজ প্রথম খেলার চট্টগ্রাম জেলা ৩৯-৩০ পয়েন্টে স্বাগতিক যশোর জেলা দলকে পরাজিত করে। এ খেলায় চট্টগ্রাম জেলার আর্মিনা হক সর্বোচ্চ ১২ পয়েন্ট অর্জন করেন।