বঙ্গবন্ধু আজীবন বাঙালির মাঝে অবিস্মরণীয় হয়ে থাকবেন

শোক দিবসের সভায় বক্তারা

| সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৮:৪৮ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার উদ্যোগে ‘বেদনার সুরে বঙ্গবন্ধুকে স্মরণ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা জেলা শিল্পকলা একাডেমিতে সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মো. কামরুল আযম চৌধুরী টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জেলা পিপি অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এ.এইচ.এম জিয়াউদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর পুলক খাস্তগীর। বক্তব্য রাখেন মো. দিদারুল আলম, মো. বেলাল, রায়হান ইউসুফ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অ্যাড. কামরুন নাহার, অহিদুল আলম প্রমুখ।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গত শনিবার বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে পর্ষদ, নির্বাহী ও সংগঠনসমূহের একটি প্রতিনিধি দল জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পর্ষদের অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম, পরিচালক অমল কৃষ্ণ মন্ডল ও তপন কুমার ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।
বিজিসি ট্রাস্ট ইউনিভাসিটি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের সেন্ট্রাম ফর কমিউনিটি অ্যাওয়ারনেসের (সিসিএ) উদ্যোগে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নানের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান, ট্রেজারার প্রফেসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. নারায়ন বৈদ্য, ব্যবসায় অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইন বিভাগের শিক্ষক আসমা আল আমিন, আমিনুল হক সিদ্দিকী, তওহিদুল ইসলাম, খাদিজুতুল কোবরা প্রমুখ।
কর্ণফুলী আজিম আলী স্কুল : বিনম্র শ্রদ্ধায় কর্ণফুলী উপজেলায় খোয়াজনগর আজিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান শিক্ষক রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা আবদুস ছালাম, মো. শাহজাহান ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মো. ইলিয়াছ, আবদুল মান্নান, জাহানারা বেগম, মো. রোকন উদ্দীন, প্যারা শিক্ষক সাদিয়া আকতারসহ শিক্ষার্থীরা।
কবি নজরুল একাডেমি চট্টগ্রাম : চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বলেছেন, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত শনিবার কবি নজরুল একাডেমি চট্টগ্রাম আয়োজিত জাতীয় শোক দিবসের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরেণ্য আবৃত্তি শিল্পী টিভি ও মঞ্চ উপস্থাপিকা জেবুন নাহার শারমিন সঞ্চালনায় অনুষ্ঠিত শোকের মাসের কথামালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম। কবি নজরুল একাডেমির নগরীর খুলশী ক্যাম্পাসে শোক দিবসের কথামালায় বক্তব্য রাখেন, বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উপদেষ্টা জসিম উদ্দিন খান, সাংবাদিক ইসমাইল পারভেজ ফারুকী, কবি নজরুল একাডেমির নির্বাহী পরিচালক নুর নবী, সাংবাদিক ওয়াহিদ জামান, পদ্মা অয়েলের এইচআর ম্যানেজার শহিদুল আলম, নাসিরাবাদ পাবলিক স্কুলের চেয়ারম্যান আব্দুল রব সোহেল, স্বপ্নের রিজিওনাল ম্যানেজার অব অপারেশন মোহাম্মদ সাইফুর রব তারেক প্রমুখ।
সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগ : সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আহমদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, এডভোকেট শাহাদাত হোসেন শাহরিয়ার, এরফানুল করিম চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন, নাসিমুল করিম সিকদার, হারুনুর রশিদ, মোরশেদ আলম দুলু সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধ‘দিদারুল আলম ছিলেন পেশাদার আলোকচিত্র সাংবাদিক’
পরবর্তী নিবন্ধচা নিলামে পূর্ণাঙ্গ অনলাইন সিস্টেম চালু করা হবে