শোকাবহ আগস্ট উপলক্ষে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ও আদালত অঙ্গণে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ শিরোনামে সভা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম শাখা। গতকাল কোর্ট হিলের দোয়েল ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এএইচএম জিয়াউদ্দিন। বক্তব্য রাখেন সাবেক বার কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, মো. নাজমুল আহসান খান, অশোক কুমার দাশ, মো. আবদুর রশিদ, মোহাম্মদ আইয়ুব খান, মেজবাহ উদ্দিন চৌধুরী, এএসএম আবদুর রশিদ মিন্টুসহ অন্যান্যরা। সভার শুরুতে শোকাবহ আগস্ট উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল সংগঠনের আহ্বায়ককে কালো ব্যাজ পড়িয়ে দিয়ে কর্মসূচির সূচনা করেন।
সভায় বক্তারা, গত ৩১ জুলাই আদালত ভবনে জামায়াত–বিএনপির আইনজীবীদের দ্বারা সংগঠিত নৈরাজ্য সৃষ্টির চেষ্টার ঘটনায় নিন্দা জানান। সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী আদালতের মাধ্যমে তাদের দাবি পূরণ করেন। কিন্তু পরবর্তীতে জামায়াত–বিএনপি উক্ত আন্দোলনকে নিজেদের মধ্যে নিয়ে সরকার পতনের আন্দোলনের চেষ্টায় লিপ্ত আছে। এই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে তাদের হীনউদ্দেশ্য হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে। বাংলার জনগণকে এই ধরণের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়।