বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১২ টি-টোয়েন্টি ক্রিকেটে মিলেনিয়াম একাডেমি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৮:৫৬ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১২ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি। গত সোমবার কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ৩৬ রানে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা মিলেনিয়াম ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নামা বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান তুলতে সক্ষম হয়। বিজয়ী দলের ফাহিম ৫৫ বলে ৫৮ রান করার সুবাদে ফাইনালের ম্যাচ সেরা নির্বাচিত হয়। এদিকে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদ্য নির্বাচিত সহ-সভাপতি হাফিজুর রহমান। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. শাহজাহান, এস এম হুমায়ুন কবির, আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের চেয়ারম্যান এবং সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের পরিচালক কামরুল হাসান। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পুরস্কার পেলেন আজাদীর প্রতিনিধিসহ চার সাংবাদিক
পরবর্তী নিবন্ধশোভনদন্ডী ডিগ্রি কলেজে আলোচনা সভা