কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে মিলিনিয়াম ক্রিকেট একাডেমি এবং বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব। গতকাল অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মিলিনিয়াম ক্রিকেট একাডেমি ৫১ রানে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমিকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আরেক সেমিফাইনালে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ৮ রানে আফতাব ওয়ারিয়ার্সকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাট করতে নামা মিলিনিয়াম ক্রিকেট একাডেমি ৯ উইকেটে ১১০ রান সংগ্রহ করে। জবাবে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ৭ উইকেট হারিয়ে ৫৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শয়ন ৪৭ রান করার পাশাপাশি ১ উইকেট নেওয়ার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির হেড কোচ তপন দত্ত। দ্বিতীয় সেমিফাইনালে টসে হেরে ব্যাট করতে নামা আফতাব ওয়ারিয়ার্স ৬ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের মিনহাজ ৫৪ রান করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন ডিকাথলন গ্রুপের এইচ আর এডমিন ম্যানেজার আনকন শ্রেষ্ঠ। আজ দুপুর ১ টায় কোয়ালিটি ষ্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।