‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসাবে ইতিহাসে জায়গা করে নিয়েছে’

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা : চট্টগ্রাম প্রেসক্লাবে এস.রহমান হলে বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের স্বাধীনতার সংগ্রাম” শীষক আলোচনা সভা সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়েদা তাহেরা’র সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. সুমন গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মু. আইয়ুবুর রহমান, চিটাগাং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর হোসাইন কবির, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মিসেস আনোয়ার বেগম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে এলাহী।

ফতেয়াবাদ মহাকালী বালিকা বিদ্যালয় : ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনীল কান্তি দের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমর রায় নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারি নাথ। বক্তব্য রাখেন লায়ন রিমন কান্তি মুহুরী, জলি পারিয়াল, জগন্নাথ চন্দ্র দাস, সুদীপ্ত চৌধুরী, সমর রায় নাথ, লিটন শীল, স্বাতী শীল, সাকী দেব, রুজি দাশ মিলকু নাথ, লিজা চৌধুরী, জয়শ্রী কুন্ড প্রমুখ।

তফছির আহমদ স্মৃতি সংসদ : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ হাজী তফছির আহমদ সওদাগর স্মৃতি সংসদের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের সহসভাপতি এম রাশেদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর তুহিনের সঞ্চালনায় ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসভাপতি ও বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট ধৃতিমান আইচ। প্রধান বক্তার বক্তব্য রাখেন এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মাসুদ রানা, দেলোয়ার হোসেন বাচা, শহিদুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল প্রমুখ। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে শিব চতুর্দশীব্রত উৎসব