বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯২তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল- কোরান খতম, খাবার বিতরণ, আলোচনা সভা।
পটিয়া হুইপ : পটিয়া প্রতিনিধি জানান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে পটিয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা দুঃস্থ মহিলা কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পটিয়া উপজেলাস্থ একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক ইনসানা নাসরিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ.লীগ সভাপতি নুর নাহার করিম, ইউপি সদস্যা আনজুমান আরা বেগম, সেলিনা আকতার, নুর নাহার, জুলেখা বেগম, নাছিমা বেগম, রুমা আকতার, সুমি দে, বেবী নন্দী, সেফালী দে, লাকী দাশ, পারভীন আকতার, তসলিমা নুর প্রমুখ।
চসিক : সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯২তম জন্মদিন উপলক্ষ্যে ‘মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন্নেছার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, লায়ন মো. ইলিয়াছ, হাসান মুরাদ বিপ্লব, নুরুল আলম, সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, তসলিমা বেগম নুরজাহান, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে
সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ নুরী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহ সভাপতি আধ্যাপক মো. মঈনুদ্দিন, এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, প্রদীপ চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আবু তালেব, আ স ম ইয়াছিন মাহমুদ, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, দিলোয়ারা ইউসুফ, এড. বাসন্তী প্রভা পালিত, এড. উম্মে হাবিবা, রাশেদ খান মেনন প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে গতকাল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, এড. মির্জা কছির উদ্দিন, আবু সুফিয়ান, এড. জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনুসর, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, নুরুল আবছার চৌধুরী, আবদুল কাদের সুজন, ডা. তিমির বরণ চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, নাছির আহমদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, আবুল কালাম আজাদ, আতিকুর রহমান চৌধুরী, সুরেশ দাশ, আমির উদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।
বঙ্গবন্ধু মহিলা পরিষদ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু মহিলা পরিষদ ৩নং পাঁচলাইশ ওয়ার্ড, ৪নং চান্দগাঁও ওয়ার্ড, ৫নং মোহরা ওয়ার্ড, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। নগরীর হামজারবাগ রহমানিয়া উচ্ছ বিদ্যালয় মিলনায়তনে কাউন্সিলর জেসমিন পারভিন জেসির সভাপতিত্বে ও লায়ন শারমিন সুলতানা মৌর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা। বক্তব্য রাখেন হাসিনা জাফর, জান্নাত আরা মঞ্জু, নুর মোহাম্মদ নুরু, আবদুর রহিম, শামীম আরা খানম, অ্যাডভোকেট সরোজ ভট্টাচার্য, মনোয়ারা বেগম মনি, ফরিদা ইয়াসমিন, ফাতেমা বেগম ডলি, নুর নাহার বেগম বেবি, সোনিয়া আজাদ। উপস্থিত ছিলেন ইসকান্দর ইসকো, মাহবুব আলম, এস এম খালেদ বাবলু, আবু সাদাত মোহাম্মদ সায়েম, মোহাম্মদ ইদ্রিস লেদু, আজম খান, এস এম আবু তৈয়ব, শামীম আরা আকতার জাহান প্রমুখ।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় : বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদানের অর্থ বিতরণ গতকাল সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার, মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ নুরুল আবছার, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সাঈদ হাসান, ফাল্গুনী হিজড়া প্রমুখ। সভা শেষে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদানের অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা ও উপজেলায় দুঃস্থ মহিলাদের মাঝে মোট ১৫০টি সেলাই মেশিন ও ৪০ জন অসচ্ছল মহিলাকে ২ হাজার টাকা করে ৮০ হাজার টাকা আর্থিক অনুদানের অর্থ বিতরণ করা হয়।
সাবেক মেয়র এম মনজুর আলম : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা এম মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচলক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। দোয়া-মুনাজাত ও আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা ও খাবার বিতরণ করণ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা সফিউল আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলী, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, আলাউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আজম খান প্রমুখ।
চট্টগ্রাম ওয়াসা : বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। আলোচনা সভায় বক্তারা বঙ্গমাতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জনসংযোগ কর্মকর্তা কাজী নুরজাহান শীলার সঞ্চালনায় সভায় চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ অর্থ), সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ মহানগর শাখার উদ্যোগে সংগঠনের দারুল ফজল মার্কেট কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তসলিম উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিসির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, আব্দুল্লাহ আল মামুন, মো. মাসুদ খান প্রমুখ।
মহানগর যুবলীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় নগরীর আমানত শাহ দরবার প্রাঙ্গণ তানজিমুল মুসলেমিন এতিমখানায় সোমবার বাদ মাগরিব দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমান, সরোয়ার জাহান চৌধুরী, এহছানুল আজিম লিটন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন শপন, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবর রহমান, শহীদুল ইসলাম শামীম, আবদুর রাজ্জাক দুলাল, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকী, আজিজ উদ্দিন, ইকবাল ইকরাম চৌধুরী শামীম প্রমুখ।
মহানগর আওয়ামী লীগ নেতা : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ মুজিব রোডস্থ ভান্ডার মার্কেটে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হকের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ বি-ইউনিটের সভাপতি মুহাম্মদ শাহ্ আলম। আরো বক্তব্য রাখেন এ-ইউনিটের সভাপতি জহিরুল ইসলাম জহির। উপস্থিত ছিলেন বি-ইউনিটের সাধারণ সম্পাদক আকবর আলী, ২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি ছেমন আরা ও সাধারণ সম্পাদক জেবুন নাহার, আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান, নুরুল আফছার, হাজী ছাগির আহাম্মদ, সাজ্জাদুর রহমান সুমন, কোহিনূর আক্তার, ডবলমুরিং থানা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আবুল হাছানাত আবদুল্লা, নেজাম উদ্দিন, মোঃ জসিম, মোঃ ইমতিয়াজ।
চবি ছাত্রলীগ সাবেক নেতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কে এম শহীদুল কাওসারের উদ্যোগে শোকাবহ আগস্টের মাসব্যাপী মানবিক কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিনে নগরীর ২নং গেইট জয় বাংলা চত্বরে (বিপ্লব উদ্যান) পথশিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সাবেক নির্বাহী সদস্য শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিনহাজুল আবেদীন সায়েম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইদ্রিস লেদু, মো. সায়েম চৌধুরী, শামসুল হুদা শামুন, ইঞ্জিনিয়ার দিদারুল আলম, ইব্রাহিম চৌধুরী খোকন, হেমায়তুল ইসলাম মুন্না, মোসাদেকুল মওলা সোহরাব, আব্দুল্লাহ আল সুমন, আবু বক্কর, তুষার সম্পদ, আবু সাঈদ, মোহাইমেনুল ইসলাম শুভ, মোহাম্মদ লিটন, এরশাদুল হক সাগর, মো. সাইফুল অভি প্রমুখ।
যুবলীগ : মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এম আর আজিমের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার শুলকবহর ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এম আর আজিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, ইউনুছ গণি, শরফুদ্দিন রাজু, রেহান উদ্দীন, বেলাল হোসেন, রুবেল শীল প্রমুখ।
যুবলীগ সাবেক সদস্য : যুবলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবেএর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য আসিফ মাহমুদের আয়োজনে নগরীর বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমখানায় রান্না করা খাবার বিতরণসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নাদিম পাটোয়ারী, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা এবং যুবলীগ নেতা মাসুদ পারভেজ, জিয়া উদ্দিন রানা, দিপন কান্তি নাথ সহ নগরীর বিভিন্ন থানার আওয়া লীগ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।