বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেনা বিধায় প্রকাশ্য দিবালোকে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের মতো দুঃসাহস দেখিয়েছে। গতকাল নগরীর ৩নং ফকিরহাট প্রধান সড়কে বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্বাধীনতা স্থিরচিত্র ভাঙচুরের প্রতিবাদে বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সোলতান আহমদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. ইস্কান্দার মিয়া, কামাল ইছাকী, নুর হোসেন, মো. মোক্তার, মহিউদ্দিন আহমদ, সরওয়ার জাহান চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, টিসু মল্লিক, মিজানুর রহমান মিজান, মো. ইউছুফ আলী, গনি দোভাষ, সবুজ মল্লিক, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ : জামালখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর ও বিএনপির নাশকতার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা কমান্ডের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ বশরের সভাপতিত্বে ও বন গোপাল দাশের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইচ–চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, আহমদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা বেলাল মিয়া চৌধুরী, মো. ইসমাইল, শরৎ চন্দ্র বড়ুয়া, মো. আবদুল মান্নান, মো. ইউনুচ, মাহাবুবু আলম প্রমুখ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।