স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেছেন, ইসলামের ধ্বজাধারীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধী ইস্যু তৈরি করে দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সৌদি আরবসহ বিশ্বের প্রায় মুসলিম দেশে প্রাচীনকাল থেকে ভাস্কর্য নির্মাণ করে স্মৃতি সংরক্ষিত হয়ে আসছে। তাই সাতকানিয়াও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ একটি মুক্তিযুদ্ধমনস্ক প্রজন্ম তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি গতকাল শুক্রবার সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি পাক্কা দোকান এলাকায় লেটস মোভ অন নামে একটি সামাজিক সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্লাবের সভাপতি খোকা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন, রাখেন, প্রধান উপদেষ্টা মো. কলিম উল্লাহ। সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল কবির, নুরুল আলম, আমিনুল ইসলাম, বিকাশ কান্তি দাশ, জসিম উদ্দিন জিসান, মো. আয়াজ, সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










