বঙ্গবন্ধুর ভাস্কর্য দেশের ইতিহাস ও স্বাধীনতার অংশ

মীরসরাইয়ে প্রতিবাদ সভায় বক্তারা

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৪ পূর্বাহ্ণ

১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা দিবসের স্বীকৃতির ঘোষণা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের ব্যবস্থা গ্রহণের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ মীরসরাই উপজেলা কমান্ডের আয়োজনে এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান-মীরসরাই উপজেলা শাখার সহযোগিতায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় একটি র‌্যালি মীরসরাই উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি সমাবেশের মাধ্যমে পুনরায় উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের সভাপতি মীরসরাই উপজেলা কমান্ডার কবির আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য দেশের স্বাধীনতা ও ইতিহাসের অংশ। এই প্রজন্ম ভাস্কর্য দেখে শিখবে। ইতিহাস জানবে। এ নিয়ে কোনো অপরাজনীতি চলবে না।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন সভাপতি নয়ন কান্তি ধুম। উক্ত র‌্যালি ও মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মীরসরাই উপজেলা ডেপুটি কমান্ডার আবুল হাসিম, সাংগঠনিক কমান্ডার ফজলুল করিম, সহকারী কমান্ডার কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাচ্চু, মাস্টার রফিকুজ্জামান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মমতার ফ্রি ব্লাড গ্রুপিং
পরবর্তী নিবন্ধখুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ