চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ২৭তম অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডা. সাহেনা আক্তার। গতকাল সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় চমেকের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২০ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে তাঁকে নিয়োগ দেয়া হয়।
প্রফেসর ডা. সাহেনা আক্তার ইতোপূর্বে চমেকের গাইনী এন্ড অবস বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আগ্রাবাদ সিজিএস কলোনি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি এবং ১৮৮৩ সালে চট্টগ্রাম কলেজে থেকে এইচএসসি পাশ করেন। ১৯৯১ সালে চমেক থেকে এমবিবিএস এবং ২০০২ সালে ডিজিও কোর্স সম্পন্ন করেন। এছাড়া ২০০৩ সালে গাইনী এন্ড অবস বিষয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন প্রফেসর ডা. সাহেনা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।