বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য ‘ব্যাটল ফর বেঙ্গল’ চলচ্চিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা আদিল হুসাইন। লস অ্যাঞ্জেলেসের একটি প্রযোজনা সংস্থার প্রযোজনায় ছবিটি ‘দিল্লি ক্রাইম’র নির্মাতা রিচি মেহতা পরিচালনা করছেন বলে এক খবরে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা। খবর বিডিনিউজের।
আদিল ছাড়াও বেশ কয়েকজন বাঙালি অভিনয়শিল্পীকে চলচ্চিত্রে দেখা যাবে। বাংলাদেশে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থেকেই চলতি বছরের মার্চে দৃশ্যধারণের কথা ছিল। চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ খ্যাত আমির এম মোকরি ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলসহ পুরো টিম মার্চে বন্দরনগরী চট্টগ্রামে শুটিংয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আর ছবির দৃশ্যধারণ সম্ভবপর হয়নি। আগামী বছর মার্চ-এপ্রিল মাস নাগাদ দৃশ্যধারণ শুরুর কথা রয়েছে। রিচি মেহতার ড্রামা সিরিজ ‘দিল্লি ক্রাইম’ ৪৮ তম আন্তর্জাতিক অ্যামি অ্যাওয়ার্ডে সেরা ক্রাইম ড্রামা সিরিজের জন্য পুরস্কার পেয়েছে। এতে আদিল হুসাইন অভিনয় করেছেন। ‘লাইফ অব পাই’ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা আদিল হলিউড, বলিউড, মালায়ালাম, তামিল, মারাঠি চলচ্চিত্রে কাজ করেছেন। তার বেশ কয়েকটি ভারতীয় বাংলা চলচ্চিত্রও রয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় এক তরুণীর শেকড়ের টানে বাংলাদেশের পৈতৃক ভিটায় ফেরার গল্পে টালিগঞ্জের চলচ্চিত্র ‘মাটি’। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন পাওলী দাম।