বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে ‘শোক সন্তাপের হে পিতা’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের। গতকাল নগরীর শিল্পকলা একাডেমিতে চট্টগ্রামের ২১টি আবৃত্তি সংগঠনের যূথবদ্ধ পথচলার প্রাচীনতম মোর্চা সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের এ আয়োজন শুরু হয় উদ্বোধনী কথামালার মধ্য দিয়ে। জোটের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে কথামালা পর্বে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের জাতীয় পরিষদ সদস্য আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের।
আবৃত্তিশিল্পী অনির্বান চৌধুরী ও উম্মে সালমা নিঝুমের সঞ্চালনায় অনুষ্ঠানে একক, দ্বৈত ও বৃন্দ পরিবেশনায় অংশগ্রহন করে বোধন আবৃত্তি পরিষদ, দৃষ্টি চট্টগ্রাম, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছ্বাস, শৈশব বাচিক চর্চা কেন্দ্র, চট্টগ্রাম আবৃত্তি একাডেমি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, অঙ্গণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, স্বপ্নযাত্রী আবৃত্তি সংগঠন, একুশ আবৃত্তি ও মানবিকতা চর্চা কেন্দ্র, স্বদেশ আবৃত্তি সংগঠন, উদীরণ আবৃত্তি নীড়, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, পান্ডুলিপি আবৃত্তি দল, চট্টলা আবৃত্তি দল, ডিঙ্গী সাংস্কৃতিক সংগঠন, বৈখরী আবৃত্তি আলয়, প্রহর সাংস্কৃতিক অঙ্গন এবং প্রত্যয় শিক্ষা সাংস্কৃতিক একাডেমি।
অনুষ্ঠানটি সম্বয় করেন আবৃত্তিশিল্পী ইকবাল হোসেন জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।












