বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

আগ্রাবাদ মোড়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ মোড়ের আকসা ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বকেয়া বেতর ভাতার দাবিতে গতকাল সকাল থেকে বিক্ষোভ করেছেন। তারা ডবলমুরিং থানার সামনে বেতনের দাবিতে অবস্থান নেন। এসময় সড়কে যান চলাচলে বিঘ্নও ঘটে। সড়কে শ্রমিকদের এ অবস্থান সন্ধ্যার পর পর্যন্ত অব্যাহত ছিল।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন বেতন না পেয়ে পরিবারপরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত বকেয়া পরিশোধের দাবি জানান। শ্রমকিরা জানিয়েছেন, থানা প্রাঙ্গণে অবস্থান নেওয়ার সময় পুলিশ তাদের উপর চড়াও হয়েছে। অথচ ন্যায্য দাবিতে তারা সড়কে নেমে এসেছেন। এক শ্রমিক জানান, তিন মাস ধরে বেতন পায়নি। ঘর ভাড়া দিতে না পারায় জমিদার ঘরের দরজায় তালা মেরে দিয়েছেন। মালিক আমাদের কোন কথা শুনছেন না। গত ২০ দিন ধরে গার্মেন্টস বন্ধ রেখেছেন। বেতন ছাড়া আমাদের সংসার কীভাবে চলবে তা মালিক বুঝতে চাইছে না উল্লেখ করে একজন নারী শ্রমিক বলেন, বেতনের জন্য বেশ কয়েকবার গিয়েছি। কখনো বলে এক সপ্তাহ পর, কখনো বলে কিছুদিন পর, আবার কখনো বলে ২ দিন পর বেতন দিবে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ দৈনিক আজাদীকে বলেন, বেতনের দাবিতে শ্রমিকরা অবস্থান নিয়েছিল। পরে মালিক পক্ষের হুমায়ুনসহ কয়েকজনকে ডেকে বিষয়টি সমাধান করেছি। শ্রমিকরা ফিরে গেছেন। তাদের বকেয়া বেতন পরিশোধ করে দিবে মালিকপক্ষ। তিনি আরো বলেন, কোনো বিক্ষোভ হয়নি। সড়কও অবরোধ হয়নি। শুধু রাস্তায় শ্রমিকরা অবস্থান নিয়েছিল বলেও জানান ওসি।

এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিককে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তেমন কিছু হয়নি। শুধু কথা কাটাকাটি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ইয়াবা সেবনকালে সাবেক কাউন্সিলর সহযোগীসহ আটক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা