বই হোক কোমলমতি শিশুদের নিত্যদিনের সঙ্গী

কাজী নাজরিন | সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

ডিজিটাল যুগে আমরা আমাদের কোমলমতি শিশুদের নিয়ে বেশ চিন্তিত। স্মার্টফোন আমাদের শিশুদের একরকম নেশাগ্রস্ত করে তুলছে। বাচ্চারা পড়ালেখার প্রতি আগ্রহ হারাচ্ছে। আজকাল বাচ্চাদের দেখা যাচ্ছে খিটখিটে হয়ে যাচ্ছে। শহরের বাচ্চাদের নিয়মিত খেলার ব্যবস্থা না থাকার কারণে বাচ্চারা ঝুঁকে পড়ছে স্মার্টফোনে। আসুন আমরা অভিভাবকরা আমাদের বাচ্চাদের ব্যাপারে সচেতন হই। বাচ্চাদের হাতে মজার মজার বই তুলে দিতে পারি। গল্প, কবিতা, সাধারণ জ্ঞান কিংবা ছড়ার বই বাচ্চাদের হাতে তুলে দিতে পারি। তুলে দিতে পারি সুন্দর সুন্দর ছবির বই। বাচ্চাদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে তাদেরকে যেকোনো বই মেলায় বা বুকশপে নিয়ে যেতে পারি। বইমেলা ঘুরে ঘুরে বাচ্চাদের পছন্দসই যেকোনো বই হাতে তুলে দিতে পারি। আমার, আপনার বাচ্চা বই পড়ে কখনো খারাপ কিছু শিখবে না। এতে করে বাচ্চাদের পাঠ্যবইয়ের পাশাপাশি মেধার বিকাশ ঘটবে। স্মার্টফোন হতে তারা নিজেকে দূরে রাখতে পারবে। বইয়ের নেশায় যে বাচ্চাকে পেয়ে বসবে সে বাচ্চা কখনো বিপথে যাবে না। বাচ্চার জীবন হবে ফুলের মতো সুন্দর। মা বাবা হিসেবে আমরা বাচ্চাদের যেকোনো বিশেষ দিবসে বই উপহার দিয়ে তাদেরকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে পারি। আসুন আমরা নিজেরা বই পড়ি এবং বাচ্চাদের হাতে তুলে দিই নতুন নতুন বই। বই হোক আমাদের কোমলমতি শিশুদের নিত্যদিনের সঙ্গী।

পূর্ববর্তী নিবন্ধবাংলার নারীর স্বপ্নদ্রষ্টা
পরবর্তী নিবন্ধচির অম্লান থাকুক তাঁর হাসিমাখা মুখ