বই পড়ে পুরস্কার পেল ১৫০ শিক্ষার্থী

বিশ্বসাহিত্য কেন্দ্র

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে অংশ নিয়ে উৎকর্ষ দেখানোর স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন মীরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় বিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার এবং শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মীরসরাই কলেজের সহকারী অধ্যাপক সাইফুল হক সিরাজী, নাট্যকার মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, কবি ও সাংবাদিক রাজিব মজুমদার, সাংবাদিক নাছির উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জানার কোনো শেষ নেই। পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে হবে। বেশি বই পড়লে আলোর বিচ্ছুরণ ঘটবে। আজকের সময়ে মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো প্রকৃত মানুষ হওয়া। আর মানুষ হতে হলে আমাদের প্রচুর বই পড়া প্রয়োজন। এমন উদ্যোগের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রকে ধন্যবাদ জানাই।

পূর্ববর্তী নিবন্ধহজযাত্রীদের আবাসনে নতুন লাইসেন্স ব্যবস্থা চালু করল সৌদি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সাপের কামড়ে শিশুর মৃত্যু