বই উৎসব পৃথিবীতে বিরল দৃষ্টান্ত

খিরাম উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তীতে এমপি সনি

| রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১১:৪৬ পূর্বাহ্ণ

খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেন, করোনার কারণে শিক্ষা-কার্যক্রম বন্ধ থাকলেও বছরের প্রথমদিন বিনামূল্যে বই বিতরণ করে শেখ হাসিনার সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে। বই উৎসব পৃথিবীতে বিরল। খিরাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় এই অঞ্চলের শিক্ষার্থীরা সুশিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছে। গতকাল শনিবার ফটিকছড়ির খিরাম উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজীবন দাতা সদস্য মো. হাসান, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, প্রাক্তন শিক্ষক আলী হোসেন, আহমদ উল্লাহ, শফিকুল আলম, নাসির উদ্দিন, সৈয়দ বেলাল উদ্দিন, রাদেশ সেন নাথ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ শাহজাহান, সৈয়দ আজগর সুমন, আবু হাসান চৌধুরী।
বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য শহিদুল আলম, খাইরুল বশর, মোহাম্মদ ইউসুফ, নাসির উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী ডা. নেহেরু লাল ধর, ডা. শাহাবুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আলমগীর। সঞ্চালনা করেন শিক্ষক মো. তরিফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেপজার নির্বাহী চেয়ারম্যানকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধঅধ্যাপক খালেদ ও স্থপতি তসলিম উদ্দীনের কীর্তি কখনও হারাবে না