বইয়ের বন্ধনে গড়ে উঠুক মানবিক সমাজ

আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

| রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আলোকিত সমাজ গঠনে পাঠাগার আমাদের সঙ্গী। শিক্ষার শেকড় মজবুত করে পাঠাগার। বই পড়া অভ্যাস গড়ুক মানবিক মূল্যবোধে। যেখানে বই সেখানেই জীবনের আলোর পথ। বইয়ের বন্ধনে গড়ে উঠুক মানবিক সমাজ। আপন পাঠাগার আমাদের জ্ঞানচর্চার এক মহামূল্যবান উদ্যোগ। বই আমাদের জীবনের প্রকৃত বন্ধুযে কখনো আমাদের একা হতে দেয় না। এই পাঠাগার শুধু বই রাখার স্থান নয়, এটি একটি চিন্তার আশ্রয়স্থল, সৃজনশীলতার ঘর। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই মিলে পাঠাভ্যাস গড়ে তোলার অঙ্গীকার করি। নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা আমাদের দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে এই পাঠাগারকে আরও সমৃদ্ধ করি এবং একটি আলোকিত সমাজ গড়ার পথে এগিয়ে যাই। ‘সুশিক্ষিত মানুষ গড়ার প্রত্যয়ে’এই স্লোগানকে সামনে রেখে রাউজান পশ্চিম গুজরা সরকার পাড়াস্থ আপন পাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৮ এপ্রিল পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, সুধীজন মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

সাতকানিয়া খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার তাপস সরকার। সংবর্ধিত অতিথি ছিলেন সমাজকর্মী নুরুল ইসলাম নাহিদ, রাউজান প্রেস ক্লাবের সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব যীশু সেন, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা। আপন পাঠাগারের প্রতিষ্ঠাতা সহপ্রধান শিক্ষক শেখর ঘোষ আপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান বেগম রোকেয়া পাঠাগারের সভাপতি প্রিয়ম দে। বক্তব্য রাখেন মিলন ঘোষ, খোকন ভট্টাচার্য, পাভেল চৌধুরী, শিমূল ঘোষ, ঋত্বিক দেওয়ানজী, অর্পিতা বিশ্বাস, নবনীতা, অবন্তিকা, ভূমিকা, চৈতি, উর্মি, শর্মি, জয়ন্তী, গায়ত্রী প্রমুখ। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান, পাঠকদের বই উপহার, কেক কর্তন, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে শেষ হলো বর্ষবরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির মতবিনিময়