বইমেলায় আগুন দেওয়া নিয়ে ফেসবুকে পোস্ট এক ব্যক্তি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বইমেলায় আগুন দেওয়া অন্যায় হবে কি না জানতে চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার পূর্ব ভূজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার হান্নান তার ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন, ‘বইমেলায় (প্রকাশযোগ্য নয়) সম্প্রদায়ের অসংখ্য বই রয়েছে, তবে ইসলামী বইয়ের কোনো স্টল নেই। তাই বইমেলায় আগুন দেওয়া অন্যায় হবে কি না?’ অমর একুশে বইমেলা নিয়ে ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক এমন পোস্ট করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের আইএমএমসি টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল হোসেইন তুহিন জানান কয়েক দিন ধরে অনলাইন মনিটরিংকালে দেখা যায়, অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে ধর্মীয় উসকানিমূলক মিথ্যা তথ্য পোস্ট প্রচার করা হচ্ছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র শবে মেরাজ আজ
পরবর্তী নিবন্ধঅপমানে কীটনাশক পানে প্রথম স্ত্রীর আত্মহত্যা