বইপড়ুয়া কাকতাড়ুয়া
কাকতাড়ুয়া,কাক
মনের যত ময়লা ধুলা
আজকে উড়ে যাক !
আমি না হয় একলা একা
তাড়াই যত কাক
বন্ধু তুমি হাতটি ধরে
দাও না জোরে ডাক !
জেগে ওঠুক ঘুমন্ত সব
ঝিমিয়ে পড়া মন
বইপড়ুয়া কাকতাড়ুয়া
সাজাও এ জীবন !
গোফরান উদ্দীন টিটু | বুধবার , ১ জুন, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ