বইছে আনন্দধারা

বিবেকানন্দ বিশ্বাস | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

অগ্রহায়ণ এলো,
কার্তিক চলে গেলো,
আধখানা হেমন্ত
হয়ে গেলো সারা।

সোনালী ধান্য রাশি

মাঠেতে ছড়ায় হাসি,
আনন্দে উদ্বেল
কিষাণের পাড়া।
তরু পল্লব পরে
নিশির শিশির ঝরে,
টুপটাপ ছন্দটা
ভারি মনকাড়া।
হিমেল হিমেল হাওয়া
মৃদু মৃদু দেয় ধাওয়া ,

শিহরণে সারা গা
দিয়ে ওঠে নাড়া।
আর ক’টা দিন পরে
ফসল উঠবে ঘরে,
আনন্দে মন তাই
পাগলপারা।
নবান্ন উৎসবে
সামিল হবো যে সবে,
হৃদয়ে বইছে তাই
আনন্দধারা।

পূর্ববর্তী নিবন্ধযানজট ভোগান্তি থেকে মুক্তি চাই
পরবর্তী নিবন্ধআমি কষ্টের ফেরিওয়ালা