বংশীধ্বনির শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান

| শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বংশীধ্বনি আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান গত ১জুন অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উস্তাদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্য্য সঙ্গীতের অধ্যক্ষ উস্তাদ মিহির লালা। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতরত্ন মধুমিতা চ্যাটার্জী। সভাপতিত্ব করেন ডা. রাজীব বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রণধীর দাশ। শুরুতেই সঙ্গীতাচার্য সুরেন্দ্র লাল দাস রচিত পিলু বাঁরোয়া ও ঝিঁঝিঁট রাগে বাঁশিতে অর্কেস্ট্রা বা বৃন্দবাদন পরিবেশন করেন বংশীধ্বনির ছাত্রছাত্রীরা। দ্বৈত পরিবেশনা করেন বংশীধ্বনির ছাত্র রাসেল দত্ত ও সুমন কুমার নাথ। তৃতীয় বারের মতো আসরে আসেন শিল্পী রিটন কুমার ধর। তিনি প্রথমে রাগ রাগেশ্রী দিয়ে শুরু করেন। পরে শিল্পী ভৈরবীতে ছোট করে ঠুমরী পরিবেশন করেন। রাজশাহী থেকে আগত শিল্পী শরৎ কুমার পালের বাঁশিতে দুর্গা রাগ মিলনায়তনে অন্য এক পরিবেশ সৃষ্টি করে। সর্বশেষ পরিবেশনা ছিল চতুরঙ্গী। আর এই যন্ত্রটি পরিবেশন করেন শিল্পী অমিতেষ বসু। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন শিল্পী চিম্ময় মদ্যা, সুদীপ চ্যাটার্জী ও অমিত চৌধুরী দীপ্ত। হারমোনিয়ামে অভিষেক নন্দী, তানপুরায় চয়ন, অনন্যা জয়শ্রী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংগীত মানুষের সামাজিক, সংস্কৃতি ও নৈতিকতা উন্নত করে
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে চবিতে মানববন্ধন