বংশীধ্বনির শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আজ

| শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

বংশীধ্বনি, চট্টগ্রামের আয়োজনে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছটায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ডা. রাজীব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন আর্য্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ মিহির লালা। বিশেষ অতিথি থাকবেন কলকাতা থেকে আগত সঙ্গীতরত্ন মধুমিতা চ্যাটার্জি। অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের মধ্যে অংশ নেবেন শরৎ পাল (বাঁশি), অমিতেষ বসু (চতুরঙ্গী), রিটন কুমার ধর (কণ্ঠ), সুদীপ চ্যাটার্জি, চিন্ময় মিদ্যা, অমিত চৌধুরী দীপ্ত (তবলা)। বাঁশিতে দ্বৈত পরিবেশনায় অংশ নেবেন রাসেল দত্ত ও সুমন কান্তি নাথ।

পূর্ববর্তী নিবন্ধএভারেস্টজয়ী বাবরসহ চবিতে আসছেন আট বিশিষ্টজন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই জোড়া নতুন ট্রেন চালুর দাবি