ফ্লাইওভার থেকে নামার সময় বাস চাপা, মোটরসাইকেল আরোহী নিহত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুর এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় চলন্ত মোটরসাইকেলকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত ও অপর এক আরোহী আহত হয়েছেন। গতকাল রাত ৮টা ২৫ মিনিটে মুরাদপুর ফ্লাইওভার থেকে নামার সময় ফ্লাইওভারের মুখে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে পুলিশ ও চমেক হাসপাতাল থেকে জানাতে পারেনি। এই ঘটনায় আহত মোটরসাইকেলের পেছনের আরোহী কামাল উদ্দিন (৩০) চমেক হাসপাতালে ভর্তি আছেন।

ঘটনাস্থল থেকে নিহত ও আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া দুই সিএনজি ড্রাইভার মোঃ জাহাঙ্গীর ও মোঃ কামাল মিয়া আজাদীকে বলেন, মুরাদপুর ফ্লাইওভার থেকে নামার সময় বারকোডের সামনে পেছন দিক থেকে একটি মোটর সাইকেলকে বাস চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যান এবং একজন আহত আহত হন। এসময় পুলিশ এসে নিহত ও আহত দুই ব্যক্তিকে আমাদের দুই সিএনজিতে তুলে দেন, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আমরা দুইজনকে হাসপাতালে নিয়ে যাই।

সিএনজি ড্রাইভার মোঃ কামাল মিয়া বলেন, আমার গাড়িতে যাকে তুলে দেয়া হয়েছে তিনি আহত। তার নাম কামাল উদ্দিন (৩০)। অপর সিএনজিতে যাকে তুলে দেয়া হয়েছে তিনি মারা গেছেন। চমেক হাসপাতাল ফাঁড়ির এক পুলিশ জানান, চলন্ত বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে ভিকটিমদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং একজনকে ২৬ নং ওয়ার্ড এ প্রেরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা জুলাই হত্যার নির্দেশদাতা