ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সভা গত ১৭ জানুয়ারি আদালত ভবনের চট্টগ্রাম জজশিপ কর্মচারী কল্যাণ পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জিন্নুরাইন গ্রুপের চেয়ারম্যান এস এম জমির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির পরিচালক (অর্থ) মো. সামশুল হক। বক্তব্য রাখেন জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এসএম মোরশেদ, জেলা নাজির এনামুল হক আখন্দ, সাংবাদিক মো. খোরশেদ আলম, খাদ্য কর্মকর্তা এসএম সাহাব উদ্দিন, কর কমিশনার কার্যালয়ের প্রধান সহকারী মো. আব্দুল আজিজ, সেরেস্তাদার খোরশেদুল আলম, মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. ইসমাইল, আইএফআইসি ব্যাংকের সিনিয়র অফিসার মো. রাসেল, সিএমএম কোর্টের প্রধান তুলনাকারী রহমতউল্লাহ ইমন, সেরেস্তাদার আবু তাহের ও শাহ আলম মজুমদার, আবু বক্কর, তসমিন আক্তার, সাবিকুন্নাহার প্রমুখ। সভায় বর্তমান পরিচালনা পরিষদকে ২০২১-২০২২ সালের জন্য পুনরায় নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।