ফ্রিল্যান্সারদের ১০ লাখ টাকা অনুদান দিলেন এমদাদুল হক মাইজভাণ্ডারী

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের উদীয়মান ফ্রিল্যান্সারদের দক্ষতা বিকাশ ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ‘শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স’ প্ল্যাটফর্মকে ‘কর্জে হাসানা’ এর অংশ হিসেবে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। গতকাল রোববার চট্টগ্রাম নগরীর খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এই অনুদান হস্তান্তর করেন। ‘শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স’ এর পক্ষে অনুদান গ্রহণ করেন চিফ কোঅর্ডিনেটর মুহাম্মদ এমদাদ ফয়সাল।

এসময় উপস্থিত ছিলেন নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার ফকিহ্‌ ও গবেষক মওলানা এবিএম আমিনুর রশিদ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, ‘শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স’ এর কোঅর্ডিনেটর আহাদ নূর ও সালেহ নেওয়াজ।

অনুদান প্রদানকালে সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী বলেন, “বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাত একটি সম্ভাবনাময় ক্ষেত্র। বাংলাদেশের তরুণরা বিশ্ববাজারে নিজেদের দক্ষতা দিয়ে এগিয়ে যাচ্ছে। শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স তরুণদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।” এমদাদুল হক মাইজভাণ্ডারীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ফ্রিল্যান্সাররা তাকে কৃতজ্ঞতা জানান এবং এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুপ্রভাতের ব্যবস্থাপক সালাহউদ্দিন পারভেজের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধ৭ বছর পর বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি