কিংবদন্তী মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর আঁকা একটি আত্মপ্রতিকৃতি (নিজের আঁকা বা তৈরি করা প্রতিকৃতি) নিউ ইয়র্কের নিলামে ৫ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে। নিলাম প্রতিষ্ঠান সোথবি’স জানিয়েছে, এই ছবি একজন নারী শিল্পীর চিত্রকর্মের জন্য নতুন রেকর্ড।
নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
১৯৪০ সালে আঁকা কাহলোর এই শিল্পকর্মের নাম ‘এল সুয়েনো (লা কামা)’ বা ‘স্বপ্ন (শয্যা)’। এর আগে, ২০১৪ সালে মার্কিন শিল্পী জর্জিয়া ও’কিফের আঁকা ‘জিমসন উইড বা হোয়াইট ফ্লাওয়ার নং ১’ বিক্রি হয়েছিল ৪ কোটি ৪৪ লাখ ডলারে। সেই রেকর্ড এবার ভাঙল কাহলোর এই ছবি। খবর বাসসের।
সোথবি’স সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ লিখেছে, কাহলোর এই চিত্রকর্মটি ‘নিলামে বিক্রি হওয়া কোনো নারী শিল্পীর সবচেয়ে মূল্যবান শিল্পকর্ম।’ নিলাম প্রতিষ্ঠানটি আরও জানায়, ১৯৪০ সালে আঁকা এই ছবি কাহলোর জীবনের এক অস্থির সময়ের প্রতিচ্ছবি।












