ফ্রান্স ও পোল্যান্ডে আংশিকভাবে লকডাউন পুনরায় চালু করা হয়েছে। সমপ্রতি দেশ দুটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। সংক্রমণ কমাতে আংশিক লকডাউন দিয়েছে দেশ দু’টি। গতকাল তোলা এ ছবিটি ফ্রান্সের নিস শহরের। এদেশে করোনাভাইরাসের তৃতীয় তরঙ্গের শঙ্কা রয়েছে।
| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ