বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম ম্যারেজ অ্যান্ড অ্যাসেটস ম্যানেজমেন্ট লি. এর যৌথ উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল গতকাল সোমবার সকাল ১০টায় বহদ্দারহাটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করীম চৌধুরী।
তিনি বলেন, ইসলাম অন্য ধর্মের প্রতি কোনো প্রকার কটাক্ষ সমর্থন করে না। সেখানে অবাঞ্ছিত সাম্প্রদায়িকতা একেবারেই পরিত্যাজ্য। কেননা আল্লাহ প্রিয় নবীকে (সা.) জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে তাবৎ দুনিয়ার কল্যাণ স্বরূপ প্রেরিত হয়েছেন। ফ্রান্সে তাকে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরতিহীনভাবে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনাকে ইতিহাসের জঘন্য বর্বরতা উল্লেখ করে তিনি বলেন, ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে এহেন জাতিগত নিপীড়ন বিচ্ছিন্ন কিছু নয়, বরং তা এদের চিরায়ত মুসলিম বিদ্বেষী মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ। মুসলিম বিশ্বকে চরমভাবে আঘাত করেছে এটা।
চট্টগ্রাম জেলা বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা সারোয়ারে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উদ্বোধক ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মামুনুর রশীদ। প্রধান আলোচক ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় মহাসচিব কাজী মাওলানা সাগর আহমদ শাহীন। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, সংবর্ধেয় অতিথি ছিলেন কাজী মাওলানা মুহাম্মদ মছিহুদ্দৌলা ও কাজী ইয়াহিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. জিয়া হাবিব আহসান, কাজী মাওলানা হারুন চৌধুরী, কাজী মাওলানা সোলায়মান চৌধুরী, কাজী আবু জাফর মুনিরী, কাজী মাওলানা শাহাদাতুল ইসলাম, কাজী মুহাম্মদ জামাল উদ্দীন, কাজী ইমামুদ্দীন চৌধুরী, কাজী সাবের আহমদ হেলালী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।