মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (দ.)’র প্রতি অবমাননাকর কল্পিত ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে বিশ্বব্যাপী ফ্রান্সকে বয়কটের ডাক দেয়া হয়েছে। গতকাল শুক্রবার জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে বক্তারা এ ডাক দেন।
বক্তারা বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম মুসলমানদের ঈমানের মুল ভিত্তি। বিশ্ব মুসলিমের কাছে প্রিয়নবী (দ.)’কে নিজ প্রাণের চেয়েও বেশি প্রিয় উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রো বাক স্বাধীনতার নামে প্রিয়নবী (দ.)’র কল্পিত ব্যঙ্গচিত্র প্রদর্শনকে সমর্থন দিয়ে মুসলমানদের অন্তরে উত্তেজনার পারদ ঢেলে দিয়েছেন মর্মে তারা অভিযোগ করেন। এ প্রেক্ষিতে ফ্রান্সের সকল পণ্য সামগ্রী সর্বাত্মক বর্জন ও বয়কটের মাধ্যমে সমূচিত জবাব দিতে বক্তারা বিশ্ববাপী মুসলিমদের প্রতি আহ্বান জানান।
আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত মহানগরের সভাপতি আল্লামা নূর মোহাম্মদ আল-কাদেরীর সভাপতিত্বে গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা অছিউর রহমান। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। বক্তব্য দেন, এম এ মান্নান, এম এ মতিন, স উ ম আব্দুস সামাদ, অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মুহাদ্দিস সোলাইমান আনছারী, মুহাদ্দিস আশরাফুজ্জামান আল কাদেরী, অধ্যক্ষ হারুনুর রশিদ চৌধুরী, সৈয়দ মোজাফফর আহমদ মুজাদ্দেদী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন আলকাদেরী, অধ্যক্ষ জামেউল আখতার আশরাফী, কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, আনিসুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ ইসমাইল নোমানী, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাড. মোখতার আহমদ সিদ্দিকী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, সৈয়দ আবদুল মান্নান, কাজী শাকের আহমদ রেজভী, এরশাদ খতিবী, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, আ ন ম তৈয়ব আলী, আবদুন নবী আল কাদেরী, ইউনুস তৈয়বী, সৈয়দ আবু আজম, ইসমাইল প্রমুখ।
সভা সঞ্চালনা করেন-মাওলানা মুহাম্মদ দস্তগীর আলম ও আলীশাহ নেসারী। মিছিল শেষে মোনাজাত পরিচালনা করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।