ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি জয় পেল বেলজিয়ামও

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

উয়েফা নেশন্স লিগে ফ্রান্সকে পাত্তাই দেয়নি ইতালি। মাত্র ১৩ সেকেন্ডে গোল হজম করেও দারুণভাবে ম্যাচে ফিরে এসে গত শুক্রবার রাতে ফ্রান্সকে ৩১ গোলে বিধ্বস্ত করেছে ইতালি। দিনের অপর ম্যাচগুলোতে বেলজিয়াম ইসরায়েলকে পরাজিত করলেও তুরষ্কের সাথে ড্র করেছে ওয়েলস। প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে ব্র্যাডলি বারকোলার গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ফ্রান্স। কোন ফরাসি খেলোয়াড়ের এটাই আন্তর্জাতিক কোন ম্যাচে দ্রুততম গোলের রেকর্ড। কিন্তু দুর্দান্ত এই শুরুটা ধরে রাখতে পারেনি ফরাসিরা। ফেডেরিকো ডিমারকোর ৩০ মিনিটের গোলে ইতালি সমতায় ফিরে। এরপর দ্বিতীয়ার্ধে ডেভিড ফ্রাত্তেসি ও গিয়াকোমো রাসপাডোরির গোলে লুসিয়ানো স্পালেত্তির দলের জয় নিশ্চিত হয়। বিপরীতে ফ্রান্স তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। পুরো ম্যাচেই অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ। সদ্য সমাপ্ত ইউরোতেও ফ্রান্স সমর্থকদের একেবারেই সন্তুষ্ট করতে পারেনি। সেমিফাইনালে খেললেও দলের কেউই নিজেদের সেরাটা দিতে পারেনি। লন্ডনে জন্ম নেয়া বায়ার্ন মিউনিখের রাইটউইঙ্গার মাইকেল ওলিসকে কাল দেশ্যম প্রথমবারের মত মূল দলে সুযোগ দিয়েছিলেন। কিন্তু ম্যাচের শুরুতেই দ্রুত এক গোল করে সকল দৃষ্টি আকর্ষণ করে নেন বারকোলা। পিএসজির এই উইঙ্গার ইতালিয়ান ডিফেন্ডার গিওভান্নি ডি লোরেঞ্জোর কাছ থেকে বল কেড়ে নিয়ে মাত্র ১৩ সেকেন্ডে ফ্রান্সকে এগিয়ে দেন। এর আগে ১৯৭৮ সালের বিশ্বকাপে ইতালির বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ৩৮ সেকেন্ডের মধ্যে বার্নার্ড ল্যাকোম্বে গোল করে ফ্রান্সের দ্রুততম গোলের রেকর্ড ধরে রেখেছিলেন। এরপরপরই ফ্রাত্তেসির একটি শট বারে লেগে ফেরতে আসে। ৩০ মিনিটে অবশ্য ডিমরাকো আর কোন ভুল করেননি। সান্দ্রো টোনালির এ্যাসিস্টে দুর্দান্ত এক শটে ইতালিকে সমতায় ফেরান ডিমারকো। দ্বিতীয়ার্ধের শুরুতে মাতেও রেটেগুইয়ের ক্রস থেকে ফ্রাত্তেসি আজ্জুরিদের এগিয়ে দেন। ৭৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন বদলী খেলোয়াড় রাসপাডোরি। জয় দিয়ে নেশন্স লিগ শুরু করে ইতালি গ্রুপএ২’তে বেলজিয়ামের সাথে শীর্ষে রয়েছে। দিনের আরেক ম্যাচে কেভিন ডি ব্রুইনার জোড়া গোলে ইসরায়েলকে ৩১ গোলে পরাজিত করে বেলজিয়াম। দুই অর্ধে ডি ব্রুইনার দুই গোলের মাঝে ইউরি টিয়েলেমানসের গোলে বেলজিয়ামের বড় নিশ্চিত হয়। ২১ মিনিটে জেরেমি ডকুর এ্যাসিস্টে ডি ব্রুইনা বেলজিয়ামকে এগিয়ে দেন। ৫২ মিনিটে ডি ব্রুইনার দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। ৩৬ মিনিটে টিমোথি কাস্তাগনের আত্মঘাতি গোলে ইসরায়েল সমতায় ফিরেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর সাথে সাথে টিয়েলেমানস বেলজিয়ামকে আবারো এগিয়ে দেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকিতে বিসিবির প্রতিক্রিয়া
পরবর্তী নিবন্ধভারত সিরিজে ধারাভাষ্য দেবেন তামিম!