ফ্রঁসোয়া বারোঁ অংল্যার : নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী

| বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ৫:৫৮ পূর্বাহ্ণ

ফ্রঁসোয়া বারোঁ অংল্যার একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী। তিনি পরিসংখ্যানগত পদার্থবিদ্যা, কোয়ান্টাম তত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, স্ট্রিংতত্ত্ব এবং অতিমহাকর্ষণ বিষয়ে অংশগ্রহণ করেছেন। ২০১৩ খ্রিষ্টাব্দে ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ পিটার হিগসকে সাথে নিয়ে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ফ্রঁসোয়া বারোঁ অংল্যার ১৯৩২ খ্রিষ্টাব্দে বেলজিয়ামের, ব্রাসেলস, ইটারবিক শহরে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মান বাহিনী বেলজিয়াম অধিগ্রহণ করলে তিনি তার ইহুদি পরিচয় গোপন রাখেন। এরপর তিনি অনাথ ও শিশুদের বাসগৃহ হিসেবে বেলজিয়ামের বিভিন্ন শহরে অবস্থান করেন। অবশেষে তিনি মার্কিন সেনাবাহিনীর মাধ্যমে অ্যানেভোইরোইলন এলাকা থেকে মুক্তি পান। ইউনিভার্সিটি লিব্রে দ্য ব্রাকজেলেস থেকে ১৯৫৫ খ্রিষ্টাব্দে তড়িৎযন্ত্র প্রকৌশলে স্নাতক ডিগ্রী অর্জন করেন। সেখান থেকেই ১৯৫৯ খ্রিষ্টাব্দে প্রাকৃতিক পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৫৯ থেকে ১৯৬১ সাল পর্যন্ত কর্নেল বিশ্ববিদ্যালয়ে প্রথমে রবার্ট ব্রাউটের গবেষণা সহযোগী ও পরবর্তীকালে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন। এরপর তিনি ইউনিভার্সিটি লিব্রে দ্য ব্রাকজেলেসে ফিরে যান ও সেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের চাকুরী লাভ করেন। ১৯৮০ খ্রিষ্টাব্দে অংল্যার তাত্ত্বিক পদার্থবিদ্যার দলে সহপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৮ খ্রিষ্টাব্দে নিযুক্ত ইউনিভের্সিতে লিব্র দ্য ব্রুসেলএর সংখ্যাতিরিক্ত অধ্যাপক অংল্যার সের্ভিস দ্য ফিজিক তেওরিকএর সদস্য লাভ করেন। এছাড়াও তিনি তেলআবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে পদার্থ ও বিশ্বতত্ত্ব বিদ্যালয়ে বিশেষ নিয়োগের মাধ্যমে অধ্যাপনা করেছেন। ২০১১ খ্রিষ্টাব্দে ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের কোয়ান্টাম স্টাডিজেরও সদস্যপদ লাভ করেন তিনি। ২০১০ খ্রিষ্টাব্দে তাত্ত্বিক পরমাণু পদার্থবিদ্যায় গ্যারি গুরালনিক, সি. আর. হেগেন, টম কিবল, পিটার হিগস এবং রবার্ট ব্রাউটের সাথে তিনিও যৌথভাবে সাকুরাই পুরস্কারে ভূষিত হন। ২০০৪ খ্রিষ্টাব্দে ব্রাউট এবং হিগসকে সাথে নিয়ে পদার্থবিদ্যায় ওল্ফ পুরস্কার এবং ইউরোপীয় পদার্থবিজ্ঞান সমিতি কর্তৃক ব্রাউট এবং হিগসের সাথে যৌথভাবে পুরস্কৃত হন। পিটার হিগস ও সার্নের সাথে যৌথভাবে ২০১৩ খ্রিষ্টাব্দে প্রিন্স অব অস্টারিয়াস পদক লাভ করেন। ২০১৩ খ্রিষ্টাব্দের ৮ ই জুলাই তারিখে বেলজিয়ামের রাজা দ্বিতীয় আলবার্ট কর্তৃক রাজাজ্ঞাপত্রের মাধ্যমে তাকে ব্যারন উপাধিতে ভূষিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমেয়র-চউক চেয়ারম্যান সমীপে