জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিবাদীদের দোসর দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ইসকন যতই উস্কানিমূলক কর্মকাণ্ড করুক না কেন আমাদেরকে উত্তম সবরের মাধ্যমে তার জবাব দিতে হবে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে। আমরা সেই ফাঁদে পা দিব না।
এর আগে বেলা ১২টার দিকে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, একটি জাতীয় নির্বাচনের দিকে যখন জাতি অভিযাত্রা শুরু করেছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যখন দায়িত্ব হস্তান্তরের একটি নিউ ডাইমেনশনে যাত্রা শুরু করেছে, সেই মুহূর্তে এ তৎপরতা উদ্বেগজনক। তিনি বলেন, সরকারের সামনে একের পর এক চ্যালেঞ্জ আসছে। শক্তভাবে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সরকারের সঙ্গে দেশবাসীর সঙ্গে জামায়াতে ইসলামী সবসময় ঐক্যবদ্ধ থাকবে। জামায়াত সবসময় নির্বাচনমুখী দল। আমাদের বাংলাদেশে সকল আসনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আছে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী
জামায়াতে ইসলামীর আমীর সাবেক এমপি শাহাজান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক ড. আবু হানিফা নোমান ও চট্টগ্রাম মহানগরী জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।