বরাবরের মতো এবারও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ অনন্য রেজাল্ট করেছে। কলেজটি থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৯ জন পরীক্ষার্থী। তাদের প্রত্যেকেই জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন, ক্যাডেট কলেজ বরাবরই ভালো রেজাল্ট করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার বোর্ডের পাসের হার এবং জিপিএ–৫ প্রাপ্তির সংখ্যা কমলেও তাদের রেজাল্টের মান অক্ষুণ্ন রয়েছে।