সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৌজদারহাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রেল পুলিশ জানিয়েছেন এ দুর্ঘটনায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত হয়নি।
রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ তাপস কুমার মিত্র বলেন, চট্টগ্রাম বন্দরমুখী মালবাহী ট্রেনের ইঞ্জিন পেছন থেকে ঘুরিয়ে সামনের দিকে লাগানোর কথা। কিন্তু ইঞ্জিনটি বগির সঙ্গে সংযুক্ত করার আগেই তেলবাহী ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এ দুর্ঘটনায় ট্রেন চলাচলে কোনো রকম সমস্যার সৃষ্টি হয়নি। এরপর চট্টগ্রাম থেকে উদ্ধারকারি একটি ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।












