ফোরাম সিক্সটি’স চিটাগাং কলেজের বার্ষিক মিলন মেলা

| সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজে ষাটের দশকে অধ্যয়নকালীন শিক্ষার্থীদের সংগঠন ‘ফোরাম সিক্সটি’স চিটাগাং কলেজ” এর ৩১তম বার্ষিক মিলন মেলা ২৬ জানুয়ারি মহাসমারোহে উদযাপন করা হয়। ফোরাম সম্পাদক লায়ন রূপম কিশোর বড়ুয়ার আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে শতাধিক সদস্য পরিবারে অংশ নেন। লায়ন রূপম কিশোর বড়ুয়ার গ্রামের বাড়ী রাউজান থানার মহামুনি পাহাড়তলীস্থ “সতীশ ভিলায়” ফোরাম সিক্সটি’স মিলনমেলা শিরোনামে আয়োজিত তিন পর্বের অনুষ্ঠানে সভার শুরুতে ফোরামের প্রয়াত সদস্যদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন মহামুনি পাহাড়তলীর স্থানীয় সংগঠনের নৃত্য শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশন করেন ফোরামের সদস্য আহম্মেদ হাসনাইন লাবু ও স্থানীয় গায়ক দীপ্ত মুৎসুদ্দী। একজন অতিথি শিশু শিল্পী আবৃতি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে তসলিম আহমেদ কৌতুক পরিবেশন করেন। সম্পাদক লায়ন রূপম কিশোর বড়ুয়ার সঞ্চালনায় এবং ফোরাম সভাপতি লায়ন নাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় বিভিন্ন কর্মসূচির উপর ফোরাম সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। সভায় গৃহীত অন্যান্য বিষয় ছাড়াও ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক মরহুম কুতুবউদ্দীনের পরিবারকে ফোরাম সভাপতি ব্যক্তিগতভাবে ও ফোরামের তহবিল হতে মাসিক অনুদান প্রদানের সিদ্ধান্ত হয়। অপর প্রস্তাবে ফোরাম সিক্সটি’স এর বর্তমান কর্মকর্তাদের পুনঃনির্বাচন করা হয়। অনুষ্ঠানের শেষার্ধে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিদের পুরস্কার প্রদান করেন লায়ন নাদের খান, লায়ন রূপম কিশোর বড়ুয়া, প্রাক্তন রাষ্ট্রদূত আবুল কালাম, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আহমেদ প্রমুখ। সবশেষে সম্মিলিতভাবে লায়ন রূপম কিশোর বড়ুয়ার একমাত্র পুত্র সন্তান অকাল প্রয়াত অনিরূদ্ধ বড়ুয়া অনির দৃষ্টিনন্দন সমাধিস্থলে নীরবে দাঁড়িয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মঙ্গল কামনা ও পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে সভা সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজমিয়তুল ফালাহ ময়দানে সুন্নি সমাবেশ আজ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিপন্ন প্রজাতির মেছো বিড়াল উদ্ধার