ইন্টারনেটভিত্তিক সব কিছু ঠিকঠাক হতে শুরু করলেও ফেসবুক কেন্দ্রিক ব্যবসা–বাণিজ্য ‘এফ কমার্স’ চালু হওয়ার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।
গতকাল রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বা বিডার সম্মেলন কক্ষে অর্থনৈতিক সংকট উত্তরণে ব্যবসায়ী নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ছিলেন আরও কয়েকজন প্রতিমন্ত্রী। সেখানে মোবাইল ইন্টারনেট সচল হওয়া ও সমপ্রতি ঘটে যাওয়া বিভিন্ন অঘটনের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও ফেসবুক চালু করার বিষয়ে কোনো সুখবর আসেনি। ফেসবুক– কেন্দ্রিক বিভিন্ন পণ্য ও সেবা বিপণনকে কেন্দ্র করে দেশে কয়েক লাখ উদ্যোক্তা গড়ে উঠেছে, যাদের বড় অংশই নারী।
বিডার সম্মেলন কক্ষে রোববার অর্থনৈতিক সংকট উত্তরণে ব্যবসায়ী নেতাদের সঙ্গে পরামর্শসভা করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সেখানে ই–ক্যাব সভাপতি তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায় ক্ষতি সম্পর্কে কথা বলেন সংগঠনের সভাপতি শমী কায়সার। খবর বিডিনিউজের।
বিডার সম্মেলন কক্ষে রোববার অর্থনৈতিক সংকট উত্তরণে ব্যবসায়ী নেতাদের সঙ্গে পরামর্শসভা করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সেখানে ই–ক্যাব সভাপতি তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায় ক্ষতি সম্পর্কে কথা বলেন সংগঠনের সভাপতি শমী কায়সার। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) সভাপতি শমী কায়সার বলেন, ফেসবুক কবে খুলে দেওয়া হবে, সে বিষযে সরকার থেকে আজ কোনো পরিস্কার নির্দেশনা পাইনি। এই মুহূর্তে ফেসবুক না খুললে উদ্যোক্তাদের জন্য কী করা যায়, সে বিষয়ে আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করতে বসব। ফেসবুক উদ্যোক্তাদের কোনো ধরনের আর্থিক সহায়তা দেওয়া যায় কি না, সেটাও চিন্তা করছি। ই–ক্যাবের পক্ষ থেকে বলা হয়, গত এক বছরে ই–কমার্স খাতে ডিজিটাল মাধ্যমে ১৬ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। আর ক্যাশ–অন ডেলিভারি হয়েছে আরও প্রায় ১৪ হাজার কোটি টাকা। এ থেকে বাংলাদেশে ই–কমার্স খাত সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।