ফেসবুক ও প্রচারকেন্দ্রিক রাজনীতি; শিষ্টাচার ও মূল্যবোধের অবক্ষয়

সালাহউদ্দীন শাহরিয়ার | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

ফেসবুকের কল্যাণে আমরা নিজেদের বা নিজেদের পছন্দের ব্যক্তিদের প্রচারে এগিয়ে রয়েছি। এই প্রচারণার সুফল যেমন রয়েছে কুফলও রয়েছে, তবে সবচেয়ে বেশি হচ্ছে কুফল। কুফলগুলো হলো: এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেইসবুকে ছবি দেওয়ার জন্য কিছু মানুষ সবসময় আপনার সাথে ছবি তুলতে সুযোগ খুঁজে যা সে সুযোগমত তার প্রয়োজনে ব্যবহার করে। অনেক ব্যক্তিগত বিষয় মিথ্যাচারের মাধ্যমে এই ফেইসবুকে দিয়ে সামাজিকভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করছে। এরমধ্যে সবচেয়ে বড় যে কুফল; শিষ্টাচার এবং মূল্যবোধের অবক্ষয় এমন পর্যায়ে চলে গেছে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় একজন জুনিয়র, নেতার পক্ষ নিয়ে আরেকজনকে নিয়ে যা ইচ্ছে তা মন্তব্য করছে। আবার কিছুদিন পর সুযোগ সুবিধার বা স্বার্থের একটু ক্ষতি হলেই পরিবর্তন হয় রাজনৈতিক অভিভাবকের। এ যেন কিছু মানুষের নেশায় পরিনত হয়েছে। নির্বাচন এলে কিছু মানুষ যেন অপেক্ষায় থাকে রাজনৈতিক শোধ তোলার, পালাবদল আর দলবদলের খেলায় তারা যেন পাকা খেলোয়াড়, নিমিষেই নেমে পড়ে অন্যের চরিত্র হননে। তাদের দেখাদেখি তাদের ফলোয়ার বা রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের শালীনতার সীমাও ছাড়িয়ে যায়, অহেতুক পরিবেশ করে উত্তপ্ত যা নির্বাচন পরবর্তীও চলমান থাকে। এই শিষ্টাচার ও মূল্যবোধ বিবর্জিত ফেইসবুক রাজনীতি আমাদের রাজনৈতিক চর্চাকে করছে কলুষিত। এমনতর পরিবেশে অনেকেই হয়ে পড়ছে রাজনীতি বিমুখ, আর এই সুযোগে রাজনীতিতে ঢুকে পড়ছে সুবিধাবাদী দুর্বৃত্তরা।

পূর্ববর্তী নিবন্ধবাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, প্রয়োজন সচেতনতা
পরবর্তী নিবন্ধওরা হিমালয়ের কন্যা