ফেসবুকের স্মার্টওয়াচ

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

স্মার্টওয়াচ তৈরি করছে ফেসবুক। ওই স্মার্টওয়াচের মাধ্যমে স্বাস্থ্য ও সুস্থতা ফিচার পাওয়ার পাশাপাশি ব্যবহারকারীরা একে অন্যকে মেসেজ পাঠাতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে খবরটি সম্পর্কে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন। এক প্রতিবেদনে রয়টার্স উল্লেখ করেছে, আগামী বছর থেকে ডিভাইসটির বিক্রি শুরু করতে চাচ্ছে ফেসবুক। স্মার্টওয়াচ আনার মধ্য দিয়ে বাজারে অ্যাপল ও হুয়াওয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামবে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। বর্তমানে গোটা পরিধেয় প্রযুক্তি বাজারে আধিপত্য বিস্তারী অবস্থানে রয়েছে অ্যাপল ও হুয়াওয়ে। খবর বিডিনিউজের।
ফেসবুকের স্মার্টওয়াচটি সেলুলার সংযোগে কাজ করবে। ব্যবহারকারীকে স্মার্টওয়াচ থেকেই নিজ সেবার মাধ্যমে মেসেজ পাঠাতে, সেবায় সংযুক্ত হতে এবং অন্য স্বাস্থ্য ও সুস্থতা প্রতিষ্ঠানের হার্ডওয়্যারের সঙ্গে সংযোগ স্থাপন করতে দেবে ফেসবুক। গত কয়েক বছর ধরেই হার্ডওয়্যার খাতে আসার চেষ্টা করছে ফেসবুক। এরই মধ্যে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট অকুলাস এবং ভিডিও চ্যাটিং ডিভাইস পোর্টাল তৈরি করেছে প্রতিষ্ঠানটি। পরিধেয় প্রযুক্তি তৈরি নিয়ে কোনো মন্তব্য করেনি ফেইসবুক।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ দিন পর আপডেটে নজর গুগলের
পরবর্তী নিবন্ধ৪.৫% সুদে ঋণ পাবেন প্রেক্ষাগ্রহ মালিকরা