ফেসবুকের প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে হারাতে হলো ৫৪ হাজার টাকা

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ৯:৩৯ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয় এক বছর আগে। তারপর থেকে নিয়মিত কথাবার্তায় একসময় তা রূপ নেয় প্রেমে।
সেই প্রেমিকার সঙ্গে নগরীর পাহাড়তলী নয়াবাজার এলাকায় দেখা করতে গিয়ে ৫৪ হাজার টাকা হারালেন মো. কাইয়ুম নামের যুবক।
এতে ঘটনার মূলহোতা প্রেমিকা সানজিদা আক্তার (২০) ও তার দুই সহযোগী মো. আলাউদ্দিন (২৪), মুক্তার আহাম্মেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বাংলানিউজ
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, গত ১০ মে প্রেমিকা সানজিদা খাতুনের সঙ্গে মো. কাইয়ুমের পাহাড়তলী থানার নয়াবাজার এলাকায় দেখা হয়। সেখান থেকে প্রেমিকা সানজিদা পানির কল তালতলা খলিল উল্ল্যাহ সর্দারের গলির জাহান মঞ্জিলের বাসার গেটে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার সহযোগীদের মাধ্যমে কাইয়ুমকে আটক করে ফেলে। এ সময় তার কাছ থেকে নগদ ৪ হাজার টাকা ও ভিসা কার্ড থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়।
তিনি জানান, ঘটনায় ভিকটিম কাইয়ুম পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অজ্ঞাত আসামিদের শনাক্ত করে গ্রেফতারসহ মালামাল উদ্ধার করে।
গ্রেফতারের পর আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করে এবং ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম প্রকাশ করে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অটোরিকশাচালককে অপহরণ রোহিঙ্গা সন্ত্রাসীদের
পরবর্তী নিবন্ধহালদা নদীতে অভিযানে জাল জব্দ