উত্তর কোরিয়া আরেকটি হাইপারসিনক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কথা জানিয়ে বলেছে, এবার নেতা কিম জং উন সেটি প্রত্যক্ষ করেছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে তা প্রায় ১০০০ কিলোমিটার দূরের লক্ষ্যস্থলে ‘নির্ভুলভাবে আঘাত’ হেনেছে। খবর বিডিনিউজের।
বিবিসি জানিয়েছে, এই নিয়ে তৃতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালো উত্তর কোরিয়া। এই ধরনের ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থলের অনেক কাছে চলে আসার পরই কেবল রাডারে ধরা পড়ে, তুলনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেক আগেই শনাক্ত করা যায়। নতুন বছর শুরু হওয়ার ঠিক আগে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছিলেন কিম। তারপর এক সপ্তাহের মধ্যে এ ধরনের দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানাল দেশটি। দক্ষিণ কোরিয়া ও জাপান উভয়েই মঙ্গলবারের উৎক্ষেপণ শনাক্ত করেছে। উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে পূর্ব উপকূলের সাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছিল তারা। পরে কেসিএনএ জানায়, সেটি একটি সুনিয়ন্ত্রিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল।