রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের লিচুবাগান–রাইখালী নৌপথে ফেরি যোগে পারাপারের সময় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনের অংশ নদীতে প্রায় পড়েই যায়। তবে পেছনের অংশ ফেরিতে আটকে শেষ রক্ষা হলেও ৫ ঘণ্টা বন্ধ থাকে ফেরি চলাচল। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়। দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। পরে রেকার এনে ফেরি থেকে ট্রাকটিকে সরিয়ে নিলে বিকেল ৫টার দিকে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, বালুবাহী ট্রাকটি এদিন বেলা ১২টার দিকে রাইখালী থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটির সামনের অংশ একেবারে ফেরির শেষ অংশে গিয়ে নদীর পানিতে ডুবে যায়। ভাগ্যক্রমে ট্রাকটির পেছনের অংশ ফেরিতে আটকে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রাকটি।
এই ব্যাপারে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ–বিভাগীয় প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানান, ট্রাকটি রেকার এনে সরিয়ে নিলে বিকেল ৫টার দিকে ফেরী চলাচল স্বাভাবিক হয়।