ফেভারিট না হলেও লড়াই করতে চায় উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:৪৫ পূর্বাহ্ণ

প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। ১৯৫০ সালের ট্রফিটাও জিতেছিল লা সেলেস্তেরা। কিন্তু উরুগুয়ের সেই সোনালী দিন এখন আর নেই। যদিও বিশ্বকাপে নিয়মিত অতিথি তারা। কিন্তু সাফল্য বলতে নেই তেমন কিছু। এবারেও কাতার বিশ্বকাপে আছে লাতিন আমেরিকার দেশটি। তবে ফেভারিটের তকমা নেই তাদের গায়ে। তারপরও প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত লড়াই করে শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাস আছে দলটির স্ট্রাইকার দারউইন নুনেসের। প্রথমবারের মতো বিশ্ব আসরে সুযোগ পাওয়া এই স্ট্রাইকার বলেন, শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবে উরুগুয়ে। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী রোববার প্রথম মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এর আগে আবু ধাবিতে অনুশীলন করছে লাতিন আমেরিকার দেশটি। ম্যাচের আগের দিন অর্থাৎ আগামীকাল শনিবার কাতার যাবে উরুগুয়ে দল।
গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের নুনেস বলেন, তার চোখে বিশ্বকাপে কোনো দলই ছোট বা দুর্বল নয়। আমরা এটি জেনেই এখানে এসেছি যে আমরা ফেভারিট নই মোটেও । তবে আমরা লড়াই করতে এসেছি। চার বছর আগে আমি টিভিতে বসে এই টুর্নামেন্ট দেখেছি। এবারে আমার স্বপ্ন পুরন হয়েছে। এখন সব তারকাদের সঙ্গে আমি এখানে। এটি তো সবে শুরু। তবে নুনেস জানালেন প্রথম লক্ষ্য অবশ্যই প্রথম ম্যাচ। বলার অপেক্ষা রাখেনা দক্ষিণ কোরিয়া শক্তিশালী দল। তারা নির্দিষ্ট লক্ষ্য নিয়েই বিশ্বকাপে এসেছে। সব দলই এখানে শক্তিশালী। আমরাও তাই। আমরা যত দূর সম্ভব যেতে চাই। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। ১৯৫০ সালে মারাকানা ট্র্যাজেডির জন্ম দিয়ে নিজেদের দ্বিতীয় ও শেষ শিরোপা জিতেছিল উরুগুয়ে। এরপর ফুটবলের বিশ্ব মঞ্চে তেমন সাফল্য পায়নি তারা। সামপ্রতিক সময়ে ২০১০ সালের আসরে সেমি-ফাইনালে খেলা তাদের সেরা অর্জন। সুয়ারেজ-কাভারি দাপটে হয়তো সুযোগ কমই মিলবে নুনেসের। তারপরও দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত এই তরুন। কারন বিশ্বকাপ খেলার সুযোগ বারবার আসে না। যখনই আসে তখন সেটাকে কাজে লাগাতে হয়। এবার কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রয়েছে লাতিন আমেরিকার দেশটি। দক্ষিণ কোরিয়া ম্যাচের পর গ্রুপপর্বে তারা লড়বে পর্তুগাল ও ঘানার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় নারী শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধশেষটা স্মরণীয় করে রাখতে চান লুকা মদ্রিচ